ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

মেশিনে ওড়না পেঁচিয়ে নারী শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০২ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৯
মেশিনে ওড়না পেঁচিয়ে নারী শ্রমিকের মৃত্যু

মেহেরপুর: মেহেরপুরের বিসিক শিল্পনগরীর একটি তুলা জিনিং কারখানার মেশিনে ওড়না পেঁচিয়ে দিপা খাতুন নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৯ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত দিপা খাতুন মেহেরপুর শহরের ফৌজদারি পাড়ার আব্দুল হামিদের স্ত্রী।

তবে তারা শহরের মিয়াপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

তুলা কারখানার শ্রমিকদের বরাত দিয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান বাংলানিউজকে জানান, কাজ করার সময় জিনিং মেশিনে দিপার ওড়না পেঁচিয়ে যায়। এতে গুরুতর আহত হন তিনি। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।