সোমবার (২৯ জুলাই) মদনপুর মোড় এলাকায় রাস্তায় চলাচলরত পণ্যবোঝাই ট্রাক ও যাত্রাবাহী বাস থামিয়ে চাঁদা আদায়কালে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- মোশারফ (৩৫), শামীম মিয়া (২৭), মাসুদ (২৮), মোশারফ হোসেন (৩৮), শামীম (৩৫)।
র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী বাংলানিউজকে জানান, নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার মদনপুর বাসস্ট্যান্ড ও আশেপাশের এলাকায় চলাচলরত বাস, ট্রাক, সিএনজিচালিত অটোরিকশা, লেগুনা, টেম্পু ইত্যাদি থেকে গুরুতর আঘাতের ভয়ভীতি ও হুমকি দিয়ে চালকদের কাছ থেকে গাড়ি প্রতি ৫০ থেকে ১৫০ টাকা করে আদায় করে আসছিল এ চক্রটি।
স্থানীয় চালক ও জনগণের কাছ থেকে জানা যায়, কোনো চালক চাঁদা দিতে অস্বীকার জানালে তাকে মারধরসহ জীবননাশের হুমকি দেয় চক্রের সদস্যরা। আটকরা চাঁদাবাজ চক্রের সক্রিয় সদস্য বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৯
ওএইচ/