সোমবার (২৯ জুলাই) দুপুরে নওয়াপাড়া বাজারের ভাই ভাই ট্রেডার্সের পেছনের একটি গলিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। নুর ইসলাম নওয়াপাড়া পৌরসভা এলাকার মৃত জাফর আলী গাজীর ছেলে।
র্যাব-৬ (যশোর) ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার (এএসপি) শাহিনুর ইসলাম বাংলানিউজকে বলেন, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নওয়াপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫২ লিটার মদসহ একজনকে আটক করা হয়। এ ঘটনায় র্যাব বাদী হয়ে অভয়নগর থানায় মাদক আইনে মামলা করেছে।
বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৯
ইউজি/টিএ