ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

যশোরে চোলাই মদসহ আটক ১

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৬ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৯
যশোরে চোলাই মদসহ আটক ১ আটক নুর ইসলাম গাজী, ছবি: বাংলানিউজ

যশোর: যশোরের শিল্পনগরী নওয়াপাড়া থেকে দেশীয় তৈরি চোলাই মদসহ নুর ইসলাম গাজী (৫০) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (২৯ জুলাই) দুপুরে নওয়াপাড়া বাজারের ভাই ভাই ট্রেডার্সের পেছনের একটি গলিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। নুর ইসলাম নওয়াপাড়া পৌরসভা এলাকার মৃত জাফর আলী গাজীর ছেলে।

র‌্যাব-৬ (যশোর) ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার (এএসপি) শাহিনুর ইসলাম বাংলানিউজকে বলেন, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নওয়াপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫২ লিটার মদসহ একজনকে আটক করা হয়। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে অভয়নগর থানায় মাদক আইনে মামলা করেছে।

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৯
ইউজি/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।