সোমবার (২৯ জুলাই) সন্ধ্যায় উপজেলার বুড়াবুড়ি বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত নসিদুল বুড়াবুড়ি ইউনিয়নের নারায়ণগাছ এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্ধ্যায় ওই বৃদ্ধ বাজারে মহাসড়ক পার হওয়ার সময় তেঁতুলিয়া থেকে ছেড়ে যাওয়া একটি মিনি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় স্থানীয়রা ট্রাকসহ চালককে আটক করে।
তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহেল বাকি বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৯
আরএ