সোমবার (২৯ জুলাই) সকালে উপজেলার রাজিহার ইউনিয়নের রাংতা গ্রামে এ ঘটনা ঘটে। উদয় বেপারী রাংতা গ্রামের সজল বেপারীর ছেলে।
স্বজনদের বরাত দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মামুন মোল্লা বাংলানিউজকে জানান, সকালে খেলতে গিয়ে সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় শিশুটি। বিভিন্ন স্থানে খোঁজাখুজির পর পুকুর থেকে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন পরিবারের লোকজন। কিন্তু হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৯
এমএস/ওএইচ/