সোমবার (২৯ জুলাই) সকাল সাড়ে ১০টায় তাকে আটক করে বিজিবি। বকুল শার্শা উপজেলার রামপুর গ্রামের তৈয়বুরের ছেলে।
যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, ভারত থেকে বিপুল পরিমাণ গাঁজাসহ এক ব্যক্তি ঘিবা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে। এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাসহ তাকে আটক করা হয়। জব্দকৃত গাঁজার দাম ৪ লাখ টাকা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বকুলকে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৯
আরএ