ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

শার্শায় ৪০ কেজি গাঁজাসহ পাচারকারী আটক 

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৩ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৯
শার্শায় ৪০ কেজি গাঁজাসহ পাচারকারী আটক 

বেনাপোল  (যশোর): শার্শার ঘিবা সীমান্ত থেকে ৪০ কেজি ভারতীয় গাঁজাসহ বকুল হোসেন (৩৫) নামে এক মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। 

সোমবার (২৯ জুলাই) সকাল সাড়ে ১০টায় তাকে আটক করে বিজিবি। বকুল শার্শা উপজেলার রামপুর গ্রামের তৈয়বুরের ছেলে।

যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, ভারত থেকে বিপুল পরিমাণ গাঁজাসহ এক ব্যক্তি ঘিবা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে। এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাসহ তাকে  আটক করা হয়। জব্দকৃত গাঁজার দাম ৪ লাখ টাকা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বকুলকে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।