সোমবার (২৯ জুলাই) দুপুরে মানববন্ধন শেষে যশোরের জেলা ও দায়রা জজ মো. ইখতিয়ারুল ইসলাম মল্লিকের মাধ্যমে আইন এবং বিচার বিভাগের সচিবের কাছে স্মারকলিপি জমা দেন অ্যাসোসিয়েশনের যশোর জেলা শাখার নেতারা।
দাবিগুলো হলো- আদালতে কর্মরত কর্মচারীদের বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের সহায়ক কর্মচারী হিসেবে অন্তভুক্ত করে বিচারকদের ন্যায় সহায়ক কর্মচারীদের ভাতা দেওয়া।
স্মারকলিপি দেওয়ার সময় উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সভাপতি মো. নূর হোসেন, সাধারণ সম্পাদক মো. শাহ আলম, সাংগঠনিক সম্পাদক মো. মুক্তার হোসেন, সেরেস্তাদার মো. আব্দুল মজিদ, তুলনা সহকারী এস এম সফিউল ইসলাম, বিপ্লব আহম্মেদ, হাফিজুর রহমান প্রমুখ।
মানববন্ধনে বক্তরা বলেন, ২০০৭ সালে বিচার বিভাগ পৃথকের পরে ২০০৯ সালে সরকার বিচারকদের জন্য বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন গঠনসহ বাংলাদেশ জুডিশিয়াল বেতন স্কেল নামে সতন্ত্র বেতন স্কেল দেন। কিন্তু দুঃখের বিষয় কর্মচারীদের জুডিসিয়াল সার্ভিস কমিশনের সদস্য করা হয়নি এবং পৃথক কোনো বেতন স্কেলও দেওয়া হয়নি। আমাদের এখনো পরিচয় জনপ্রশাসনের কর্মচারী। অথচ বিচার বিভাগে কর্মরত কর্মচারীরা বিচারকদের বিচার কাজের অতি জরুরি অংশ। সরকারের অন্য যে কোনো বিভাগের তুলনায় বিচার বিভাগের কর্মচারীদের অধিক পরিশ্রম করতে হয়। কিন্তু কোনো ধরনের ভাতা কিংবা পদোন্নতির ব্যবস্থা নেই। ইতোপূর্বে বিচার বিভাগের সেরেস্তাদাররা খুবই সম্মান-মর্যাদার সঙ্গেই ছিলেন। তাই আমাদের দাবিগুলো মেনে নেওয়ার আহ্বান জানাচ্ছি।
বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৯
ইউজি/আরআইএস/