ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

শ্যামনগ‌রে বিশ্ব বাঘ দিবসে আলোচনা সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১০ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৯
শ্যামনগ‌রে বিশ্ব বাঘ দিবসে আলোচনা সভা বাঘ দিবসে আলোচনা সভা। ছবি: বাংলানিউজ

সাতক্ষীরা: ‘বাঘ বাড়াতে শপথ করি, সুন্দরবন রক্ষা করি’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে বাঘের আবাস রক্ষা এবং বাঘ রক্ষায় মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির ল‌ক্ষ্যে বিশ্ব বাঘ দিবস উপল‌ক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ জুলাই) দুপুরে সাতক্ষীরার শ্যামনগরে বনবিভাগের মুন্সিগঞ্জ টহল ফাঁড়িতে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা আক্তারুজ্জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- সুন্দরবন পশ্চিম বনবিভাগের সহকারী বন সংরক্ষক মো. রফিক উদ্দিন, ‌স্টেশন অফিসার (এস.ও) বেলাল হোসেন, কামরুল হাসান প্রমুখ।

 

সভা শেষে সেখান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি মুন্সিগঞ্জের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ ক‌রে।  

সভায় জানা‌নো হয়, সুন্দরবনে বাঘের সংখ্যা সর্বশেষ ক্যামেরা ট্রাপিংয়ের জরিপ অনুযায়ী ১১৪টি। তবে সর্বশেষ তথ্য অনুযায়ী সুন্দরবনে বাঘের সংখ্যা বাড়ছে।  

বাংলাদেশ সময়: ২২০৭ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।