সোমবার (২৯ জুলাই) দুপুরে সাতক্ষীরার শ্যামনগরে বনবিভাগের মুন্সিগঞ্জ টহল ফাঁড়িতে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা আক্তারুজ্জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- সুন্দরবন পশ্চিম বনবিভাগের সহকারী বন সংরক্ষক মো. রফিক উদ্দিন, স্টেশন অফিসার (এস.ও) বেলাল হোসেন, কামরুল হাসান প্রমুখ।
সভা শেষে সেখান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি মুন্সিগঞ্জের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সভায় জানানো হয়, সুন্দরবনে বাঘের সংখ্যা সর্বশেষ ক্যামেরা ট্রাপিংয়ের জরিপ অনুযায়ী ১১৪টি। তবে সর্বশেষ তথ্য অনুযায়ী সুন্দরবনে বাঘের সংখ্যা বাড়ছে।
বাংলাদেশ সময়: ২২০৭ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৯
আরএ