সোমবার (২৯ জুলাই) সন্ধ্যায় উপজেলার নলছাটা এলাকার টঙ্গী-ঘোড়াশাল সড়কে এ দুর্ঘটনা ঘটে।
লরেন্জ ছেড়াও গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের তিরিয়া এলাকার বাসিন্দা।
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম বাংলানিউজকে জানান, আত্মীয়র বাড়ি থেকে বাইসাইকেলে বাড়িতে ফিরছিল লরেন্জ ছেড়াও। তিনি টঙ্গী-ঘোড়াশাল সড়কের
নলছাটা এলাকায় পৌঁছালে একটি বাস তার বাইসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।
বাংলাদেশ সময়: ০০০৯ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৯
আরএস/এনটি