ঢাকা: রাজধানীর উত্তরায় তিনটি হাসপাতালে অভিযান চালিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। অভিযাকালে ওই তিনটি হাসপাতালে ৪২ লাখ টাকা জরিমানা করা হয়।
সোমবার (২৯ জুলাই) দুপুর দেড়টা থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।
তিনি জানান, ৩৪.৫ টাকার পেথেডিন ৩৫০ টাকায় বিক্রি, চার টাকার ওষুধ ১০০ টাকায় বিক্রি, ল্যাব এবং অপারেশন থিয়েটারে যথাক্রমে পাওয়া যায় মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট এবং সার্জক্যাল সামগ্রী। এইচ আইভি, ম্যালেরিয়াসহ বাধ্যতামূলক পাঁচটি টেস্ট না করেই করছে লাইসেন্স ছাড়া রক্ত পরিসঞ্চালন।
এজন্য ক্রিসেন্ট হাসপাতালকে ১৭ লাখ, লুবনা হাসপাতালকে ২০ লাখ এবং আরএমসি হাসপাতালকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। তবে কাউকে আটক করা হয়নি বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ০২১০ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৯
এমএমআই/এনটি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।