ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

লঞ্চ স্টাফদের দেওয়া হবে ফায়ার সেফটি ট্রেনিং 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৩ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৯
লঞ্চ স্টাফদের দেওয়া হবে ফায়ার সেফটি ট্রেনিং 

ব‌রিশাল: বরিশালে লঞ্চ স্টাফদের ফায়ার সেফটি ট্রেনিং (অগ্নি নিরাপত্তা প্রশিক্ষণ) দেওয়া হবে।

সোমবার (২৯ জুলাই) বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে বিশেষ সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বরিশালের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন সিকদারের এক প্রস্তাবের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এসময় উপস্থিত লঞ্চ মালিক ও পরিচালনার দায়িত্বরতরা এ বিষয়ে একমত পোষণ করলে দ্রুত এ পদক্ষেপ বাস্তবায়নের জন্য বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়।

সভা সূত্রে জানা যায়, যতো অল্প সময়ের মধ্যে সম্ভব লঞ্চ স্টাফদের ফায়ার সেফটি ট্রেনিং দেওয়ার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।

বাংলা‌দেশ সময়: ০২২০ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৯
এমএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।