ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

৬ সাংবাদিকের বিরুদ্ধে মামলার ঘটনায় আরইউজে’র উদ্বেগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৪ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৯
৬ সাংবাদিকের বিরুদ্ধে মামলার ঘটনায় আরইউজে’র উদ্বেগ

রাজশাহী: ফেনীর ছয় সাংবাদিকের বিরুদ্ধে পুরোনো মামলায় আসামি হিসেবে অন্তর্ভুক্ত করে অভিযোগপত্র জমা দেওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) নেতৃবৃন্দ। 

সোমবার (২৯ জুলাই) আরইউজে’র সভাপতি কাজী শাহেদ, সহ-সভাপতি শরীফ সুমন, সাধারণ সম্পাদক তানজিমুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুর রহমান রকি, কোষাধ্যক্ষ সরকার দুলাল মাহবুব, নির্বাহী সদস্য মিজানুর রহমান টুকু এবং সামাদ খান এক বিবৃতিতে তাদের উদ্বেগের বিষয়টি প্রকাশ করেন।  

বিবৃতিতে আরইউজে নেতৃবৃন্দ বলেন, ফেনীর সাবেক পুলিশ সুপার (এসপি) কর্মস্থল ত্যাগ করার আগে আক্রোশের বশবর্তী হয়ে এ ধরনের কাজ করেছেন।

এ ধরনের ঘটনা স্বাধীন সাংবাদিকতার পথকে রুদ্ধ করবে। এরফলে গণমাধ্যম কর্মীরা হয়রানির শিকার হবেন। আমরা অবিলম্বে অভিযোগপত্র থেকে ওই ছয় সাংবাদিকের নাম প্রত্যাহারের দাবি জানাচ্ছি। অন্যথায় রাজশাহীর গণমাধ্যমকর্মীরা এ ধরনের অপতৎপরতার বিরুদ্ধে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন।

একইসঙ্গে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহ-সভাপতি মামুন-অর-রশিদ, সদস্য আনু মোস্তফা ও জাবীদ অপু মামলার ঘটনায় তীব্র ক্ষোভ এবং নিন্দা প্রকাশ করেছেন।

বাংলাদেশ সময়: ০৩২০ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৯
এসএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।