সোমবার (২৯ জুলাই) দুপুরে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
আইজিপি বলেন, অতি সম্প্রতি গুজব ছড়িয়ে দিয়ে কিছু নিরপরাধ লোকদের বিভিন্ন জায়গায় ছেলেধরা সন্দেহে পিটিয়ে মেরে ফেলা হয়েছে।
এরআগে, আইজিপি টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সামাধিতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
এ সময় ঢাকা রেঞ্জের ডিআইজি মো. হাবিবুর রহমান, খুলনা রেঞ্জের ডিআইজি খন্দকার মুহিত উদ্দিন, গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ০৪০০ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৯
এনটি