ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

কিছু লোক স্বার্থ হাসিলের জন্য গুজবকে হাতিয়ার করছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১০ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৯
কিছু লোক স্বার্থ হাসিলের জন্য গুজবকে হাতিয়ার করছে

গোপালগঞ্জ: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, সাম্প্রতিক সময়ে যে দুই একটি ঘটনা ঘটেছে আমরা তাৎক্ষণিকভাবে তার ব্যবস্থা নিয়েছি। খুব অল্প সময়ের মধ্যে তাদের আমরা আইনের আওতায় নিয়ে এসেছি।

সোমবার (২৯ জুলাই) দুপুরে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, অতি সম্প্রতি গুজব ছড়িয়ে দিয়ে কিছু নিরপরাধ লোকদের বিভিন্ন জায়গায় ছেলেধরা সন্দেহে পিটিয়ে মেরে ফেলা হয়েছে।

আমরা সেটিও খুব দৃঢ়তার সঙ্গে মোকাবেলা করেছি। দেশবাসীকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি যে, আমরা এ ধরনের কোনো কর্মকাণ্ড সহ্য করবো না। মানুষ বুঝতে পেরেছে ঘটনাটি পুরোপুরি গুজব। কিছু লোক তাদের স্বার্থ হাসিল করার জন্য গুজবকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।

এরআগে, আইজিপি টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সামাধিতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।  

এ সময় ঢাকা রেঞ্জের ডিআইজি মো. হাবিবুর রহমান, খুলনা রেঞ্জের ডিআইজি খন্দকার মুহিত উদ্দিন, গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৪০০ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।