মঙ্গলবার (৩০ জুলাই) সকাল সোয়া ১০টার দিকে এই অভিযান শুরু হয়। এ প্রতিবেদন লেখার সময় টিকিট বিক্রির সার্ভার রুমে অভিযান চালাচ্ছে দুদক টিম।
দুদকের সহকারী পরিচালক জিএম আহসানুল কবির বাংলানিউজকে বলেন, ট্রেনের তাপানুকূল কম্পার্টম্যান্টের টিকিট বিক্রিতে অনিয়মের অভিযোগ পেয়ে আমরা এখানে এসেছি।
এদিন সকাল ৯টা থেকে কমলাপুর স্টেশনে শুরু হয়েছে ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।
বাংলাদেশ সময়: ১০২২ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৯
টিএম/জেডএস