সোমবার (৩০ জুলাই) রাত সাড়ে ৯টায় র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল তাকে আটক করে।
আটক মো. রুবেল শিবগঞ্জ উপজেলার মধ্যবিনোদপুরের গাঁড়াটোলা গ্রামের মো. আক্তারুল ইসলামের ছেলে।
র্যাবের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মধ্যবিনোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশের ফাঁকা মাঠে অভিযান চালিয়ে রুবেলকে আটক করা হয়। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এরপর সোমবার রাতেই তাকে শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন যাবৎ অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে আটক রুবেল।
বাংলাদেশ সময়: ১০২৩ ঘণ্টা, জুলাই ২০, ২০১৯
এসএ/