সোমবার (২৯ জুলাই) দিনগত রাত ১০টার দিকে জেলার পাঁচবিবি উপজেলার ছোট যমুন নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রিতু পাল জেলা শহরের সবুজ নগর মহল্লার বিশ্বজিৎ পালের মেয়ে ও সদর উপজেলা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর রহমান বাংলানিউজকে বলেন, রিতু প্রতিদিনের মতো সোমবার সকাল ৯টার দিকে স্কুলে যাওয়ার পর আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুজির পরও পাওয়া না গেলে রিতুর বাবা জয়পুরহাট সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
ওসি আরও জানান, রাত ১০টার দিকে উপজেলার ছোট যমুনা নদীর তীরবর্তী এলাকায় একটি মেয়ের ভাসমান মরদেহ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে ঘটনাটি জানাজানি হলে সেখানে গিয়ে মরদেহটি রিতুর বলে শনাক্ত করে তার স্বজনরা। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে থানা নিয়ে আসে।
বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৯
এএটি