ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

উজিরপুরে মাদ্রাসা ভ্যান খালে পড়ে ২ শিক্ষার্থীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৯
উজিরপুরে মাদ্রাসা ভ্যান খালে পড়ে ২ শিক্ষার্থীর মৃত্যু

ব‌রিশাল: বরিশালের উজিরপুরে মাদ্রাসা শিক্ষার্থীদের বহনকারী ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খালে পড়ে গিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।

দুর্ঘটনায় ভ্যানে থাকা অপর ১০ শিক্ষার্থীকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

মঙ্গলবার (৩০ জুলাই) সকালে উজিরপুর উপজেলা সদরের মুলপাইন নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উজিরপুরের মুলপাইন এলাকার বাসিন্দা জয়নাল আবেদিনের মেয়ে লামিয়া (৭) ও সাকরাল এলাকার সেলিম হাওলাদারের ছেলে আব্দুল্লাহ (৭)। তারা দুইজনই মুলপাইন দারুস সুন্নাত মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন।

দুর্ঘটনায় ওই দুই শিক্ষার্থীর মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ডা. মাকসুদুর রহমান।

উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল জানান, দুর্ঘটনায় দুই শিশুর মৃত্যু হয়েছে।  

বাংলা‌দেশ সময়: ১০৩১ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৯
এমএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।