ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

কমলাপুরে পাঁচ স্তরের নিরাপত্তা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৯
কমলাপুরে পাঁচ স্তরের নিরাপত্তা বিশৃঙ্খলা রোধে কাজ করছেন নিরাপত্তা কর্মীরা। ছবি: বাংলানিউজ

ঢাকা: পবিত্র ঈদুল আজহায় ঘরমুখো যাত্রীদের আগাম টিকিট বিক্রি উপলক্ষে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে নেওয়া হয়েছে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা। টিকিট বিক্রিতে অনিয়ম ও স্টেশনে বিশৃঙ্খলা রোধে বিশেষ নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

টিকিটপ্রত্যাশীদের মধ্যে শৃঙ্খলা ধরে রাখতে কাজ করছেন রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও আনসার সদস্যরা। আছে রেলওয়ে পুলিশ, এপিবিএন ও র‌্যাব।

এরপরও, প্লাটফর্মে লাইন ঠিক রাখতে হিমশিম খেতে হচ্ছে নিরাপত্তা কর্মীদের।  

জানা যায়, গত ঈদুল ফিতরের মতো এবারও কমলাপুর থেকে বিক্রি হচ্ছে পশ্চিমাঞ্চল ও খুলনাগামী সব ট্রেনের টিকিট। রাজধানীর বাকি চারটি স্টেশনে বিক্রি হচ্ছে অন্য অঞ্চলের টিকিটগুলো।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মঙ্গলবার (৩০ জুলাই) দ্বিতীয় দিনের মতো চলছে ট্রেনের আগাম টিকিট বিক্রি। কমলাপুর রেলস্টেশনে টিকিট বিক্রি শুরুর নির্ধারিত সময় সকাল ৯টা হলেও, রাতে এসেই লাইনে দাঁড়িয়েছে অসংখ্য মানুষ।  

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার (৩০ জুলাই) দেওয়া হচ্ছে ৮ আগস্টের টিকিট। এছাড়া, ৩১ জুলাই ৯ আগস্টের, ১ আগস্ট ১০ তারিখের ও ২ আগস্ট ১১ তারিখের অগ্রিম টিকিট দেওয়া হবে। প্রতিদিন সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত টিকিট বিক্রি হবে। এছাড়া, মোবাইলে অ্যাপের মাধ্যমে সকাল ৬টা থেকেই টিকিট কিনতে পারবেন যাত্রীরা। একজন সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন।  

জানা যায়, গত ঈদের মতো এবারও রাজধানী ঢাকার পাঁচটি স্থান থেকে অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে। সেগুলো হচ্ছে কমলাপুর স্টেশন, বিমানবন্দর স্টেশন, বনানী স্টেশন, তেজগাঁও স্টেশন ও ফুলবাড়িয়া স্টেশন।  

এবার ২৭ হাজার টিকিটের প্রায় অর্ধেক বিক্রি করা হচ্ছে কাউন্টার থেকে। বাকি সাড়ে ১৩ হাজার টিকিট অনলাইনের জন্য বরাদ্দ রয়েছে।

আরও পড়ুন

‘টিকিট নয়, যুদ্ধ জয়’

‘অনিয়ম-বিশৃঙ্খলা ছাড়াই টিকিট বিক্রি হচ্ছে’

কমলাপুরে মিলছে যে ১৩ ট্রেনের টিকিট

তবু চিরচেনা ভিড় কমলাপুরে

বাংলাদেশ সময়: ১১৩৪ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৯
টিএম/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।