মঙ্গলবার (৩০ জুলাই) সকালে হাসপাতালে চিকিৎসাধীন রউফের মৃত্যু হয়।
আব্দুর রউফ সদর উপজেলার দক্ষিণের নাটাই ইউনিয়নের বিলকেন্দাই গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে।
এর আগে সোমবার (২৯ জুলাই) বিকেলে বিলকেন্দাই গ্রামে দু’পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ২০ জন আহত হয়।
পরে ওইদিন রাতেই গুরুতর আহত অবস্থায় ঢাকা নেওয়ার পথে মলাই মিয়া (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়। তিনিও ওই গ্রামের মৃত দুধ মিয়ার ছেলে।
পুলিশ জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিলকেন্দাই গ্রামের মাস্টার বাড়ি ও খন্দকার বাড়ির মধ্যে বিরোধ চলছিল। বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে তাদের বিরোধ চরম আকার ধারণ করে। এর জেরেই সোমবার বিকেলে দু’পক্ষের মধ্যে ফের সংঘর্ষ বাঁধে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন।
এদের মধ্যে গুরুতর অবস্থায় ঢাকায় নেওয়ার পথে মলাই মিয়ার মৃত্যু হয়। আর মঙ্গলবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন আব্দুর রউফের মৃত্যু হয়। আহতদের জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান দুইজনের মৃত্যুর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১২০৯ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৯
এসএ/