ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

আঞ্চলিক সহযোগিতায় বাংলাদেশ সব সময় আন্তরিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৯
আঞ্চলিক সহযোগিতায় বাংলাদেশ সব সময় আন্তরিক বক্তব্য রাখছেন তারিক আহমেদ সিদ্দিক। ছবি: বাংলানিউজ

ঢাকা: শক্তিশালী আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশ সব সময় আন্তরিক বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক। 

মঙ্গলবার (৩০ জুলাই) সকাল ১০টায় রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস-বিস) মিলনায়তনে ট্র্যাক ১.৫ বিমসটেক নিরাপত্তা সংলাপ ফোরামের দ্বিতীয় সভায় তিনি একথা বলেন।  

প্রধান অতিথির বক্তব্যে তারিক আহমেদ সিদ্দিক বলেন, বাংলাদেশ সব সব সময়ই শক্তিশালী আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে আন্তরিক মনোভাব প্রদর্শন করেছে ও বিমসটেক সে মনোভাবেরই ফসল।

প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা বলেন, বিদ্যমান বা সম্ভাব্য প্রথাগত-অপ্রথাগত নিরাপত্তার হুমকি বিবেচনায় রেখে বাংলাদেশ অংশগ্রহণমূলক প্রক্রিয়ার মাধ্যমে দৃঢ় নিরাপত্তা ও সহযোগিতা বৃদ্ধির ব্যাপারে যথেষ্ট উৎসাহী।  

ট্র্যাক ১.৫ বিমসটেক নিরাপত্তা সংলাপ ফোরামের সদস্য দেশগুলোর মধ্যে একে অপরকে সহযোগিতার ক্ষেত্রে বাস্তবসম্মত উপায় খুঁজে পেতে সহায়তা করবে বলে আশাপ্রকাশ করেন তিনি।  

উন্মুক্ত আলোচনা পর্বে বিমসটেক সদস্য দেশগুলোর মধ্যে মাদক নির্মূল, নিরাপত্তা ও রোহিঙ্গা ইস্যুতে বিভিন্ন প্রশ্নের উত্তরে বাংলাদেশের মনোভাব প্রকাশ করেন মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক।  

বিমসটেক নিরাপত্তা সংলাপ ফোরামের দ্বিতীয় সভা রাজধানীর বীজ মিলনায়তনে অনুষ্ঠিত হচ্ছে।  

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিস পরিচালক মেজর জেনারেল এ কে এম আব্দুর রহমান এনডিসি পিএসসি। এসময় উপস্থিত ছিলেন বিস মহাসচিব রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম ও ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব কামরুল হাসান।  

দুই দিনব্যাপী এ অনুষ্ঠানে চারটি ওয়ার্কিং সেশনে বিমসটেক দেশগুলো থেকে আসা ১৯ জনসহ স্থানীয় প্রতিনিধিরা অংশ নিয়েছেন।

বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৯
আরকেআর/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।