মঙ্গলবার (৩০ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নবাবপুর ইউনিয়নের আনন্দ বাজারে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার নারুয়া ইউনিয়নের মধুপুর গ্রামের মোটরসাইকেলচালক জামাল মণ্ডল (৪৫) ও ইসলামপুর ইউনিয়নের ঠাকুর নওপাড়া গ্রামের ভ্যানচালক ইসলাম শেখ (৫০)।
এ ঘটনায় ঘাতক ট্রাকচালক পিকুলকে আটক করেছে পুলিশ। আটক পিকুল মাগুরার সিরাজদিয়া গ্রামের আব্দুস সালামের ছেলে।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বাংলানিউজকে জানান, পাংশার হাবাসপুর থেকে বালুবোঝাই একটি ড্রাম ট্রাক মধুখালীতে যাচ্ছিল। বালিয়াকান্দি আনন্দ বাজারে পৌঁছলো ট্রাকটি মোটরসাইকেল ও ভ্যানচালককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।
মরদেহ দুইটি উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকচালককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৯
এএটি