ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

‘নারীর ক্ষমতায়নে বিশ্বজুড়ে বাংলাদেশ আজ দৃষ্টান্ত’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৯
‘নারীর ক্ষমতায়নে বিশ্বজুড়ে বাংলাদেশ আজ দৃষ্টান্ত’

ঢাকা: নারীর ক্ষমতায়নে বিশ্বজুড়ে বাংলাদেশ আজ দৃষ্টান্ত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সংসদ সদস্য অ্যারোমা দত্ত।

মঙ্গলবার (৩০ জুলাই) রাজধানীর প্রেসক্লাবে ‘এসডিজি-৫ জেন্ডার সমতা অর্জনে জাতীয় বাজেট ২০১৯-২০ এর প্রতিফলন ও নারীর অবস্থান’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

উইমেন ফর উইমেন নামে একটি সংগঠন এ সেমিনারের আয়োজন করে।

 

অ্যারোমা দত্ত বলেন, নারীরা কী না পারে? পরিবার থেকে রাষ্ট্র সবই চালাতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার বাজেট উপস্থাপন করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। অতএব মেয়েরা কী না পারে, সবই পারে।  

‘সংসদে কেউ আসুক বা না আসুক, প্রধানমন্ত্রী কিন্তু আসেন। তিনি সবার আগে সংসদে আসেন। কে কখন আসে সেটা দেখার জন্য আসেন। ’ 

তিনি আরও বলেন, বাজেট বাস্তবায়নে সবার অংশগ্রহণ থাকতে হবে। নারীদের সম্পৃক্ততা বাড়াতে হবে। নারীর ক্ষমতায়নে বিশ্বজুড়ে বাংলাদেশ আজ দৃষ্টান্ত। গত চারটি বিসিএসে নারীদের চাকরি পাওয়ার হার ছিলো ৩৮ শতাংশ। কিন্তু সর্বশেষ বিসিএসে তা কমে ২৬ শতাংশে এসেছে। এর কারণ অনুসন্ধান করে পাবলিক সার্ভিস কমিশনে জানানো হবে। লিঙ্গ সমতা বাড়ানো জরুরি।  

উইমেন ফর উইমেনের সভাপতি ড. নিলুফার বানুর সভাপতিত্বে সেমিনারে আরও অংশ নেন- নারীনেত্রী শামসুন নাহার, জাকিয়া কে রহমান ও রাশেদা আক্তার খানম প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৯
টিএম/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।