মঙ্গলবার (৩০ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলো হয়, সকালে ঘাঁটি বাশারে ডেঙ্গু নির্মূল অভিযানের উদ্বোধন করেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত।
সারাদেশে ডেঙ্গু নির্মূল করার লক্ষ্যে একযোগে এডিস মশার প্রজননস্থল শনাক্তকরণ ও ধ্বংসকরণের কার্যক্রমের সঙ্গে সমন্বয় রেখে বাংলাদেশ বিমান বাহিনীতে ডেঙ্গু নির্মূল অভিযান কার্যক্রমের আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বিমান বাহিনী প্রধান মাসিহুজ্জামান বলেন, ডেঙ্গুর প্রকোপ থেকে বাঁচার জন্য প্রতিরোধই সবচেয়ে উত্তম উপায়। আর ডেঙ্গু প্রতিরোধের মূলমন্ত্রই হলো ব্যক্তিগত সতর্কতা যা এডিস মশা নিধন বা নির্মূল করা। বিমান বাহিনী প্রধান সবাইকে সচেতন করার পাশাপাশি অফিস-আদালত ও বাসস্থানসমূহের আঙিনা ও ছাদে জমে থাকা পানি পরিষ্কারকরণসহ পরিত্যক্ত প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার, প্লাস্টিকের প্যাকেট ইত্যাদি পরিষ্কারের উপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে বিমান বাহিনীর পিএসওরা, অন্যান্য উচ্চ পদস্থ কর্মকর্তা, বিমানসেনা ও অসামরিক সদস্য ডেঙ্গু নির্মূল অভিযানে অংশগ্রহণ করেন।
একই দিনে বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতির (বাফওয়া) সভানেত্রী ইয়াসমিন জামান (বিমান বাহিনী প্রধানের পত্নী) রাজধানীর তেজগাঁওয়ের বিমান বাহিনীর ঈগল হলে ভিন্ন একটি অনুষ্ঠানের মাধ্যমে ডেঙ্গু নির্মূল অভিযানের এর উদ্বোধন করেন।
অনুষ্ঠানে ইয়াসমিন জামান বলেন, ডেঙ্গু যেহেতু আমাদের বসতবাড়ি ও আশে-পাশের এডিস মশার মাধ্যমে বিস্তার লাভ করে তাই এর প্রতিরোধে গৃহিনীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।
এ সময় ডেঙ্গু প্রতিরোধ র্যালি এবং পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পালন করছে।
বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৯
টিএম/আরআইএস/