মঙ্গলবার (৩০ জুলাই) মরদেহ উদ্ধার হওয়ার বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেমুজ্জামান।
তিনি জানান, সকালে জামালপুর জিলা স্কুলের একটি পুকুর থেকে অজ্ঞাতপরিচয় (২৫) এক যুবকের ও সরিষাবাড়ীর পৌর এলাকায় হাজীবাড়ী গ্রাম থেকে আরিফুল (২০) নামে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ওসি আরও জানান, ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে হত্যার পর অজ্ঞাত ওই যুবকের মরদেহ জিলা স্কুলের পুকুরে ফেলে দিয়ে গেছে দুর্বৃত্তরা। এছাড়া সরিষাবাড়ীর পৌর এলাকায় হাজীবাড়ী গ্রামের একটি পুকুর থেকে আরিফুল নামে এক মৃগী রোগীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি হাজীবাড়ী এলাকায় আক্তার হোসেনের ছেলে।
এদিকে সোমবার (২৯ জুলাই) দিনগত রাতে জেলার মাদারগঞ্জের সাপের কামড়ে সুখনগরী গ্রামে রুমানা (৭) নামে শিশুর মৃত্যু হয়। রুমানা সুখনগরী এলাকার রাসেল মিয়ার মেয়ে।
বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৯
এএটি