ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

সাভারে গৃহবধূ হত্যার ঘটনায় যুবক আটক

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩২ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৯
সাভারে গৃহবধূ হত্যার ঘটনায় যুবক আটক

সাভার (ঢাকা): সাভারের কাউন্দিয়ায় পরকীয়া প্রেমের জেরে কাজলী বেগম (২৪) নামে এক গৃহবধূ হত্যার ঘটনায় নিহতের কথিত প্রেমিক সজিব বিশ্বাসকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) প্রাণ কৃষ্ণ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে দারুস ছালাম এলাকা থেকে সজিবকে গ্রেফতার করা হয়।

নিহত ওই গৃহবধূ সাভার কাউন্দিয়া ইউনিয়নের মেলারটেক এলাকার আব্দুল রাজ্জাকের স্ত্রী। আটক সজিব বিশ্বাস (৩০) একই এলাকার ঈশা খাঁর ছেলে।

পুলিশ জানায়, রোববার (২৮ জুলাই) রাতে সাভারের কাউন্দিয়া ইউনিয়নের মেলারটেক এলাকার গৃহবধূ কাজলীকে ইট দিয়ে মাথায় আঘাত করে পালিয়ে যায় সজিব। এসময় মস্তিকে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করে 

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) প্রাণ কৃষ্ণ জানান, পরকীয়া প্রেমের জেরেই ওই গৃহবধূকে হত্যা করে সজিব। ঘটনার পর থেকে পুলিশের তৎপরতায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।