মঙ্গলবার (৩০ জুলাই) বিকেল সাড়ে ৫টায় রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে তিনি এ শ্রদ্ধা নিবেদন করেন।
জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো প্রথমেই জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনোর সঙ্গে ১৩ সদস্যের সফরসঙ্গী, বাংলাদেশে অবস্থিত জাপানের রাষ্ট্রদূত হিরোইয়াসু ইজুমি ও দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের আমন্ত্রণে জাপানের পররাষ্ট্রমন্ত্রী তিনদিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় এসেছেন।
এর আগে, গত বছরের ৭-৮ আগস্ট জাপানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় এসেছিলেন। সে সফরের এক বছরের মাথায় আবারও বাংলাদেশ এসেছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী।
বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৯
আরকেআর/এএ