ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে নারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৭ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৯
ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে নারীর মৃত্যু

টাঙ্গাইল: ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে রুপা আক্তার জনি খান (২৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ জুলাই) দুপুর দেড়টার দিকে ঢাকার শ্যামলী ট্রমা সেন্টার অ্যান্ড স্পেশালাইজড হসপিটালে তার মৃত্যু হয়।

জনি টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের উত্তরটারুনিয়া গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুল কাদের খানের মেয়ে।  

নিহত রুপার চাচাতো ভাই এমডি সালাউদ্দিন খান সোহান বাংলানিউজকে জানান, রুপা তার স্বামী পুলিশ কনস্টেবল মো. দুলাল হোসেনের সঙ্গে রাজারবাগে থাকতেন।

কয়েকদিন আগে তার জ্বর হয়। পরে তাকে রাজারবাগ একটি হাসপাতালে ভর্তি করে পরীক্ষা-নিরীক্ষা করা হলে ডেঙ্গু ধরা পড়ে। এর পর ২৭ জুলাই তাকে ইডেন মাল্টিকেয়ার হসপিটালে ভর্তি করা হয়। সেখানে দুইদিন আইসিইউতে রাখার পর চিকিৎসকরা তার অবস্থা ভাল নয় বলে জবাব দিয়ে দেন। এ কথা শোনার পর তারা রুপাকে মঙ্গলবার সকালে ঢাকা ট্রমা সেন্টার অ্যান্ড স্পেশালাইজড হসপিটালে নিয়ে যান। সেখানেই দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।