ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

আটোয়ারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৫ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৯
আটোয়ারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

পঞ্চগড়: পঞ্চগড়ের আটোয়ারী উপজলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শামসুল হক (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (৩০ জুলাই) উপজেলার ধামোর ইউনিয়নের পানিশাইল এলাকায় এ ঘটনা ঘটে। শামসুল ওই এলাকার বাসিন্দা।

 

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বাংলানিউজকে জানান, বাড়ির পাশে আমনের রোপা লাগানোর জন্য ক্ষেতের আগাছা পরিষ্কার করছিলেন শামসুল। এসময় অসাবধানতাবশত বৈদ্যুতিক খুঁটির সঙ্গে থাকা ভারসাম্য রক্ষার তারে (টানা তার) হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

তিনি আরও জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৯
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।