ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

সলঙ্গায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১২ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৯
সলঙ্গায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাকচাপায় আমিনুল ইসলাম (২২) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক কলেজছাত্র আহত হয়েছেন।

মঙ্গলবার (৩০ জুলাই) বিকেল হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের দবিরগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আমিনুল ইসলান থানার ধুবিল কাটার মহল গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

তিনি সিরাজগঞ্জ ডিগ্রি কলেজ অনার্স চতুর্থ বর্ষের ছাত্র। আহত সাগর আহম্মেদ সিরাজগঞ্জ সরকারি কলেজের শহীদ শামসুজ্জোহা ছাত্রাবাস শাখা ছাত্রলীগ সাধারণ সম্পাদক। তাকে সিরাজগঞ্জে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ধুবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান ইমাম সহন বাংলানিউজকে জানান,  দবিরগঞ্জ এলাকায় ওই দুই ছাত্র মোটরসাইকেল করে মহাসড়কের দিকে উঠছিলেন। এ সময় নাটোর থেকে হাটিকুমরুলগামী একটি ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন। সেখানে আমিনুল ইসলামের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

হাটিকুমরুল হাইওয়ে থানার সার্জেন্ট আমিনুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হলেও সেখানে কাউকে পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।