মঙ্গলবার (৩০ জুলাই) বিকেল হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের দবিরগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আমিনুল ইসলান থানার ধুবিল কাটার মহল গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
ধুবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান ইমাম সহন বাংলানিউজকে জানান, দবিরগঞ্জ এলাকায় ওই দুই ছাত্র মোটরসাইকেল করে মহাসড়কের দিকে উঠছিলেন। এ সময় নাটোর থেকে হাটিকুমরুলগামী একটি ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন। সেখানে আমিনুল ইসলামের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
হাটিকুমরুল হাইওয়ে থানার সার্জেন্ট আমিনুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হলেও সেখানে কাউকে পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৯
ওএইচ/