মঙ্গলবার (৩০ জুলাই) সন্ধ্যা পর্যন্ত জেলা সদর হাসপাতালে পাঁচজন ভর্তি হয়েছেন। জানা যায়, নড়াইলে স্থায়ী বাসিন্দাদের মধ্যে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি হয়েছেন তিনজন।
ডেঙ্গু আক্রান্তরা হলেন-সদর উপজেলার ননীখির গ্রামের গৌরঙ্গ বিশ্বাসের মেয়ে বিপাশা (০৮), লোহাগড়া উপজেলার তালবাড়িয়া গ্রামের রকিবুল ইসলামের ছেলে মেহেদী হাসান (০৮), নড়াইল পৌরসভার মহিষখোলা এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে সাদ (১৩)।
এদিকে একই দিনে ঢাকা থেকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কালিয়া উপজেলার চাচুড়ি গ্রামের আবুল কালাম আজাদ (৬০) ও মাগুরা জেলার মধুখালী গ্রামের কাইজার সিকদার (১৯) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মশিউর রহমান বাবু জানান, ভর্তি হওয়া রোগীদের চিকিৎসা চলছে।
বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৯
এমএ/