ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

রোহিঙ্গা সংকট সমাধানে মধ্যস্থতা করতে চায় জাপান

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৭ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৯
রোহিঙ্গা সংকট সমাধানে মধ্যস্থতা করতে চায় জাপান

ঢাকা: রোহিঙ্গা সংকট সমাধানে ঢাকা-নেপিদোর মধ্যে জাপান মধ্যস্থতা করতে চায় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

মঙ্গলবার (৩০ জুলাই) জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনোর সঙ্গে এক বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।  

সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় বাংলাদেশ-জাপান পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হয়।

জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনোর ঢাকা সফরের দ্বিতীয় দিনে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকে বসেন।  

বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে ঢাকা-নেপিদোর মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে জাপান। টোকিওতে বাংলাদেশ-মিয়ানমারকে নিয়ে এ বিষয়ে আলোচনা করতে চায়। তবে বাংলাদেশ তাদের এ প্রস্তাব বিবেচনা করবে বলে জানান তিনি।

সোমবার (২৯ জুলাই) রাতে জাপানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরে আসেন। তিনি মঙ্গলবার কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পও পরিদর্শন করেন। এর আগে গত বছরের ৭-৮ আগস্ট জাপানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় এসেছিলেন। সে সফরের এক বছরের মাথায় আবারো ঢাকায় এসেছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী। জাপানের পররাষ্ট্রমন্ত্রী বুধবার (৩১ জুলাই) মিয়ানমারের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।  

বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৯
টিআর/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।