মঙ্গলবার (৩০ জুলাই) বিকেলে রাজধানীর মিরপুর পুলিশ লাইন্স কাবাডি মাঠে অনুষ্ঠিত ‘আইজিপি কাপ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০১৯’ এর ফাইনাল অনুষ্ঠিত হয়।
ম্যাচ শেষে আইজিপি ও বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন এবং রানারআপ দলকে ট্রফি ও পুরস্কার তুলে দেন।
এ সময় ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া, ট্যুরিস্ট পুলিশের ডিআইজি ও বাংলাদেশ পুলিশ কাবাডি ক্লাবের সভাপতি মল্লিক ফখরুল ইসলাম, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৯
পিএম/ওএইচ/