মঙ্গলবার (৩০ জুলাই) র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান বাংলানিউজকে এ তথ্য জানান।
আটকরা হলেন- জুম্মান (৩০), বেলাল (২৮), রুবেল (২০), শওকত (৩৫), রিয়াজুল ইসলাম (২২), নুর জামান (২০), ইমন হোসেন (২২), দুলাল হোসেন (১৯), মোবারক হোসেন (২৮), উজ্জল (২২), উজ্জল গাইন (২৫), ফালান মিয়া ফয়সাল (২২), মহসিন (৩৫), শাহীন খান (২৭), মামুন মোল্লা (৩০), কালু (৪০), হাসান (২২), মাসুম (৩৫), বাবুল রানা (৫০), মারুফ (৪৫) ও শাহআলম ওরফে মাইকেল (২৭)।
মিজানুর রহমান জানান, র্যাব-২ মোহাম্মদপুর এবং তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় অভিযান চালিয়ে ডাকাতি ও ছিনতাইকারী চক্রের ১৪ সদস্যকে আটক করে। অপরদিকে সূত্রাপুর এলাকা থেকে ছিনতাইকারী চক্রের ৮ সদস্যকে আটক করেছে র্যাব-১০।
আটকরা রাতের বেলায় দুই বা ততোধিক দলে বিভিক্ত হয়ে নির্দিষ্ট ফ্ল্যাটে বা ফাঁকা বাড়িতে গ্রিল কেটে ও তালা ভেঙে প্রবেশ করে ডাকাতি করে থাকে। এছাড়া, রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে এবং শপিংমলের সামনে থেকে জনসাধারনের সবর্স্ব লুট করে নিয়ে যেতো ছিনতাইকারী চক্রের সদস্যরা।
আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
বাংলদেশ সময়: ২১৩০ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৯
পিএম/এমএমআই/ওএইচ/