মঙ্গলবার (৩০ জুলাই) বিকেল ৫টায় রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় যুব ইউনিয়নের সদস্যরা মশারি, কয়েল ও অ্যারোসল স্প্রে নিয়ে অভিনব এক বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
সমাবেশে বক্তারা বলেন, ঢাকা শহরে ডেঙ্গু মহামারি আকার ধারণ করেছে। প্রতিদিন হাজার হাজার মানুষ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। এমনকি হাসপাতালে ভর্তির সিটও পাওয়া যাচ্ছে না। মানুষের মৃত্যুর খবরও পাওয়া যাচ্ছে বেশ। তখন ঢাকার দুই মেয়র এসব গুজব বলে জনগণের সঙ্গে তামাশা করছেন। মেয়রদের দায়িত্বজ্ঞানহীন কথা, অন্যদিকে ডেঙ্গু প্রতিরোধে ব্যর্থ মেয়রদের দায়িত্ব পালনের নৈতিক অধিকার নেই। জনগণের জীবনের নিরাপত্তা দিতে ব্যর্থ দুই মেয়রের অপসারণ সময়ের দাবি। তাই অবিলম্বে ব্যর্থ দুই মেয়রের অপসারণ চাই।
বক্তারা আরও বলেন, দুই সিটি করপোরেশনের মশা নিধনে ৫০ কোটি টাকার বাজেট লুটপাট, দুর্নীতি এবং মশা নিধনে অকার্যকর ওষুধ কেনায় ঘাতক এডিস মশা দ্রুত বংশ বৃদ্ধি করছে। ফলে নগর জীবন আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে।
বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৯
আরকেআর/টিএ