ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

বরিশালে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৯ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৯
বরিশালে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

ব‌রিশাল: বরিশালে ভেজালবিরোধী অভিযান চালিয়ে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

মঙ্গলবার (৩০ জুলাই) বরিশাল নগরে অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বরিশালের সহকারী পরিচালক শাহ শোয়াইব মিয়া।

এসময় ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলামসহ সদ্যসরা উপস্থিত ছিলেন।

অভিযানে সদররোড এলাকার রোজ গার্ডেন রেস্তোরাঁর প্রোপাইটর মো. খলিলুর রহমান সোহাগ, দিবারাত্রী ফার্মেসির প্রোপাইটর জুলহাস উদ্দিন ও লঞ্চঘাট এলাকার মায়ের দোয়া সানের দোকানের প্রোপাইটর তৌহিদুল ইসলাম জুয়েলকে মোট ১৮ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়।

এদের সবাইকে পণ্যে মেয়াদ উত্তীর্ণের তারিখ ও মূল্য লেখা না থাকা এবং অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার প্রক্রিয়াজাতকরণ ও বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭/৪২ এবং ৪৩ ধারা মোতাবেক জরিমানা করা হয়।

বাংলা‌দেশ সময়: ২১৫৫ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৯
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।