ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

গৌরনদীতে ডেঙ্গু জ্বরে নারীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫১ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৯
গৌরনদীতে ডেঙ্গু জ্বরে নারীর মৃত্যু

বরিশাল: ব‌রিশালের গৌরনদী উপজেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আলেয়া বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (৩০ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়। আলেয়া উপজেলা সদরের আশোকা‌ঠি এলাকার মন্নান ফকিরের স্ত্রী।

 

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবা‌সিক মে‌ডিক্যাল অ‌ফিসার (আরএমও) মাহাবুব আলম মির্জা বাংলানিউজকে এ তথ্য জানান।

‌মৃতের স্বজনদের বরাত দিয়ে তি‌নি জানান, আলেয়া ঢাকা থেকে ‌বেড়ানো শেষে গৌরনদী এসে জ্বরে আক্রান্ত হন। গত ক‌য়েক‌দিন ধরে তার জ্বর থাকায় মঙ্গলবার সন্ধ্যায় তিনি চি‌কিৎসকের স্মরণাপন্ন হন। প্রাইভেটভাবে চি‌কিৎসক দে‌খিয়ে বা‌হিরের এক‌টি ডায়াগনস্টিক সেন্টারে ডেঙ্গু জ্বরের পরীক্ষা-নিরীক্ষা করান। পরীক্ষার রিপোর্টে ডেঙ্গুর বিষয়‌টি নি‌শ্চিত হয়ে আলেয়াকে নিয়ে তার স্বজনরা চি‌কিৎসার জন্য সরকা‌রি হাসপাতালের (গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স) উদ্দেশে রওনা দেন। কিন্তু হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

বাংলা‌দেশ সময়: ২২৫০ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৯
এমএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।