মঙ্গলবার (৩০ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সোনাবাড়িয়ায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম আলফাজ হোসেন গাজী (৩০)।
নিহতের বড়ভাই আলতাফ হোসেন গাজী বাংলানিউজকে বলেন, ছয় বছর ধরে তার চাচাদের সঙ্গে জমি-জমা নিয়ে পারিবারিক বিরোধ চলছিল। এরই জের ধরে মঙ্গলবার রাতে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে আপন চাচা সলেমান গাজী, চাচতো চাচা ইসমাইল, গণি ও চাচতো ভাই নাজমুল সংঘবদ্ধভাবে বাড়ির ভেতর ঢুকে আলফাজকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এ অবস্থায় স্থানীয়দের সহযোগিতায় আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মির্জা সালাহউদ্দিন বাংলানিউজকে বলেন, খবর পেয়ে আসামিদের ধরতে অভিযান শুরু হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময়: ০২১০ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৯
এসআরএস