অভিযোগপত্রে অভিযুক্তদের মধ্যে ১৪ জন এজাহারনামীয় ও তদন্তপ্রাপ্ত ১৩ জন রয়েছেন।
মামলার তদন্ত কর্মকর্তা বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলামের দাখিল করা অভিযোগপত্র মঙ্গলবার (৩০ জুলাই) আদালতে উপস্থাপন করা হলে বিচারক মো. মনিরুজ্জামান তা গ্রহণ করেন।
মামলা সূত্রে জানা যায়, চলতি বছরের ২২ ফেব্রুয়ারি জমি নিয়ে বিরোধের জেরে মরিচবুনিয়া এলাকায় আশিষ বাড়ৈকে কুপিয়ে জখম করা হয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ২৪ ফেব্রুয়ারি বানারীপাড়া থানায় নিহতের বাবা অমল বাড়ৈ নামধারী ৩৮ জন এবং অজ্ঞাতনামা আরও ৩০ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন। দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা ওসি জহিরুল গত ২৫ জুলাই (বৃহস্পতিবার) আদালতের সংশ্লিষ্ট জিআরওতে অভিযোগপত্র জমা দেন।
বাংলাদেশ সময়: ০৩১৫ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৯
এমএস/এসআরএস