মঙ্গলবার (৩০ জুলাই) বিকেল থেকে রাত পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আরাফাতুল আলম ও ইমরান খান।
অভিযানের সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ হেলাল হোসেন ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইউসুপ আলী।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান খান বাংলানিউজকে জানান, স্বাস্থ্য অধিদফতর ডেঙ্গু চিকিৎসার জন্য বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার জন্য ‘ফি’ নির্ধারণ করে দিয়েছে। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে ডেঙ্গু রোগের ওষুধ বিক্রি, পরীক্ষা না করেই টাকা নেওয়া ও অতিরিক্ত সেবা মূল্য আদায়ের অভিযোগে মহানগরীর খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের সামনের বিশ্বাস ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার, সন্ধানী ডায়াগনষ্টিক সেন্টারকে ৭০ হাজার, নিউ সাউথ জোন হাসপাতালকে ৫০ হাজার টাকাসহ আটটি প্রতিষ্ঠানকে মোট এক লাখ ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের সময় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬), ড্রাগ ডিপার্টমেন্ট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরসহ সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ০৪৫৩ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৯
এমআরএম/এসআরএস