মঙ্গলবার (৩০ জুলাই) বিকেল থেকে রাত পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন র্যাব-২ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন আহমেদ।
বাংলানিউজকে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি, মজুদ ও বিক্রয়ের দায়ে হাজারীবাগ এলাকার আল-মদিনা ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিতে পাঁচ লাখ, একই অভিযোগে হযরত শাহজালাল ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।
এছাড়া অনুমোদনহীন প্রসাধনী, খাদ্যদ্রব্য তৈরি ও বিক্রির করার দায়ে একই এলাকার ইশান অ্যাগ্রোফুড অ্যান্ড বেভারেজ মালিককে ১০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ০৫৫০ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৯
এমএমআই/এসআরএস