ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

এবার ডেঙ্গুতে পুলিশের এসআইয়ের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৯
এবার ডেঙ্গুতে পুলিশের এসআইয়ের মৃত্যু ছেলের সঙ্গে এসআই কোহিনূর বেগম নিলা, ছবি: সংগৃহীত

ঢাকা: ক্রমেই ভয়াবহ রূপ নেওয়া ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এবার প্রাণ গেলো পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কোহিনুর খাতুন নিলার (৩৩)।

পুলিশের বিশেষ শাখায় (এসবি) কর্মরত কোহিনূর গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর মোহাম্মদপুরের সিটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

মঙ্গলবার (৩০ জুলাই) দিনগত রাত ১ টা ৪০ মিনিটে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায়  কোহিনূরকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

সিটি হাসপাতালের আইসিইউতে দায়িত্বরত এক কর্মকর্তা বাংলানিউজকে জানান, ডেঙ্গু আক্রান্ত কোহিনূরকে গুরুতর অসুস্থ অবস্থায় সোমবার (২৯ জুলাই) রাত সাড়ে নয়টার দিকে সিটি হাসপাতালে ভর্তি করা হয়। শুরু থেকেই তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। এর আগে তিনি রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

ক্রমেই অবস্থার অবনতি হওয়ার একপর্যায়ে মঙ্গলবার দিনগত রাত ১ টা ৪০ মিনিটে কোহিনুরকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

পরিবার সূত্র জানা যায়, এসআই কোহিনুরের গ্রামের বাড়ি টাঙ্গাইলের ভূঞাপুরে। ২০১৪ সালে পুলিশে যোগদান করা কোহিনুর এসবিতে যোগ দেন ২০১৫ সালের ডিসেম্বরে।

প্রায় সাড়ে চার বছর পুলিশ বাহিনীতে কাজ করা কোহিনুর এক বছর আট মাস বয়সী এক কন্যা সন্তানের জননী। তার স্বামীর নাম জহিরুল ইসলাম ও বাবা আব্দুস সালাম।

বাংলাদেশ সময়: ১০২২ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৯
পিএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।