বুধবার (৩১ জুলাই) ভোর ৬টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিওড়া এলাকায় হোটেল ভিটা ওয়ার্ল্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত গরু ব্যবসায়ীরা হলেন ঝিনাইদহ জেলার মহেশপুর এলাকার খোকন মিয়া (৪০), একই এলাকার সামিউল ইসলাম (৪৫) ও আনোয়ার হোসেন (৪২)।
চৌদ্দগ্রাম মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম জানান, গরু বোঝাই একটি ট্রাক ঝিনাইদহ থেকে চট্টগ্রামে যাওয়ার পথে চৌদ্দগ্রামের চিওড়া এলাকার হোটেল ভিটা ওয়ার্ল্ডের সামনে এসে উল্টে সড়কের পাশে পড়ে যায়। ট্রাকে থাকা তিন ব্যবসায়ী ঘটনাস্থলেই মারা যান। এসময় ট্রাকে থাকা ছয়টি গরু মারা যায়। দুর্ঘটনা কবলিত ট্রাকসহ নিহতদের উদ্ধার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৯
এইচএডি/