ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

হারপিক দিয়ে এডিস মশা মারার বিভ্রান্তি, সতর্ক করল সরকার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৯
হারপিক দিয়ে এডিস মশা মারার বিভ্রান্তি, সতর্ক করল সরকার

ঢাকা: ডেঙ্গু জ্বর নিয়ে আতঙ্কের মধ্যে মশা দমনে একযোগে হারপিক ব্যবহারের নিয়ে ছড়ানো বিভ্রান্তি থেকে সতর্ক থাকার অনুরোধ করেছে সরকার।

বুধবার (৩১ জুলাই) সরকারি এক তথ্য বিবরণীতে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং কয়েকটি অনলাইনে মশা দমন নিয়ে একটি বিভ্রান্তিকর পোস্টের প্রতি সরকারের দৃষ্টি আকৃষ্ট হয়েছে।

‘এতে বেসিনে হারপিক বা ব্লিচিং পাউডার ঢেলে পানি দিয়ে মশার ডিম ও লার্ভা ধ্বংস করার কথা বলা হয়েছে।

বিশেষজ্ঞদের মতামত দিয়ে তথ্য বিবরণীতে বলা হয়, এভাবে এডিস মশা ধ্বংস করা যাবে না। উপরন্তু এতে মানবস্বাস্থ্য, জলজপ্রাণী, উদ্ভিদ, পরিবেশ এবং প্রতিবেশের জন্য মারাত্মক ক্ষতি ও স্থায়ী বিপর্যয়ের সৃষ্টি করবে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্রে তথ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েআরও বলা হয়েছে, জনগণকে এতে বিভ্রান্ত না হতে অনুরোধ করা হচ্ছে।

মন্ত্রণালয়ের ‍উদ্যোগ
এডিস মশার বিস্তার রোধে তথ্য মন্ত্রণালয়ের অধীনস্থ সব সংস্থাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য এবং প্রতি তিন দিন পরপর এ পরিচ্ছন্নতা কার্যক্রম মনিটরিং করার জন্য নির্দেশনা দিয়েছে তথ্য মন্ত্রণালয়।  

মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনার পর তথ্য মন্ত্রণালয় এ নির্দেশনা জারি করেছে।

বাংলাদেশ সময়: ১১৩৬ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৯
এমআইএইচ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।