দুর্ঘটনাকবলিত স্থান। ছবি: বাংলানিউজ
ধামরাই (ঢাকা): ঢাকার ধামরাইয়ে বাসের চাপায় ভ্যানচালকসহ তিন জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৩১ জুলাই) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সুতিপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-ধামরাই থানার নান্নার ইউনিয়নের ধাইরা গ্রামের আব্দুল ফকির (৫৫), সামাদ বাবু (৫৮) ও ভ্যানচালক আব্দুর জব্বার (৪০)।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে ফকির, সামাদ ও জব্বার ধামরাইয়ের ধাইরা গ্রাম থেকে দুধ নিয়ে ভ্যানে করে শ্রীরামপুর বাজারে যাচ্ছিলেন।
পথে তারা ঢাকা-আরিচা মহাসড়কের সুতিপাড়া নামক এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা দূরপাল্লার একটি বাস ভ্যানটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে ভ্যানের দুই যাত্রী নিহত ও ভ্যানচালক গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বাংলানিউজকে বলেন, ঘাতক বাসটির অনুসন্ধান চলছে। সেটিকে দ্রুতই আটক করে আইনের আওতায় আনা হবে।
এ বিষয়ে ধামরাই থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১২১৪ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৯/আপডেট: ১৩০০ ঘণ্টা
আরএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।