বুধবার (৩১ জুলাই) সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত গাবতলী বাস টার্মিনাল ঘুরে এমন চিত্র দেখা যায়।
যশোর যাবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু মুসা।
পিরোজপুর যাবেন মোহাম্মদ কামাল। তিনি বলেন, ব্যক্তিগত কাজে ঢাকায় এসেছিলাম। কাজ শেষ তাই বাড়ি ফিরছি। আজকের (৩১ জুলাই) টিকিট পেয়েছি। টিকিট পেতে কোনো সমস্যা হয়নি। বাড়তি ভাড়া নেওয়া হয়নি। বাসের জন্য অপেক্ষা করছি।
ঈগল পরিবহনের ফোরম্যান মো. আলী বলেন, এবারের যাত্রী খুব কম। দেশে দুর্ভোগের কারণে যাত্রী কম। বন্যা ও ডেঙ্গু প্রভাবের কারণে যাত্রীরা কম বাড়ি যাচ্ছে। আমাদের এখন টিকিট ওপেন করে দেওয়া হয়েছে। আগের মতো যাত্রী নেই। রেগুলার ৪০ সিটের বাসে যাত্রী কমে এখন যাচ্ছে ২০ জন।
উত্তরা ইউনিক পরিবহনের কাউন্টার মাস্টার আব্দুল করিম বলেন, স্বাভাবিকের তুলনায় যাত্রী কম যাচ্ছে। এবার যাত্রীর চাপ থাকবে আগস্টের ৮, ৯ ও ১০ তারিখে। যাত্রীরা বেশি খুঁজছে আগস্টের ৮, ৯ ও ১০ তারিখে টিকিট।
সুবর্ণ পরিবহনের কাউন্টার মাস্টার মো. আলমগীর হোসেন বলেন, এবার ৭ তারিখে মোটামুটি যাত্রী থাকবে। সবচেয়ে বেশি যাত্রীর চাপ থাকবে আগস্টের ৮, ৯ ও ১০ তারিখে। ফেরিঘাটে যানজটের কারণে অগ্রিম টিকিট বিক্রি করিনি। আগস্টের ৮, ৯ ও ১০ তারিখের রানিং অবস্থায় আমরা টিকিট বিক্রি করব। ঈদের এক সপ্তাহ বা ১০ দিন আগে এরকম কম যাত্রী থাকে বাস কাউন্টারে।
তিনি আরও বলেন, দক্ষিণবঙ্গের গাড়ি ছয়-সাত ঘণ্টায় যাত্রী নামিয়ে ফিরে আসতে পারে, যদি সড়কে কোনো জ্যাম না থাকে। কিন্তু উত্তরবঙ্গে দূরত্ব বেশি বলেই, ওই অঞ্চলের টিকিট আগেই শেষ হয়ে গেছে।
বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৯
এমএমআই/