ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

শার্শা সীমান্তে যুবকের মরদেহ উদ্ধার

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৯
শার্শা সীমান্তে যুবকের মরদেহ উদ্ধার

বেনাপোল (যশোর): যশোরের শার্শা সীমান্তের গোগা কালিনি গ্রাম থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (২৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। 

বুধবার (৩১ জুলাই) সকাল ৮টায় উপজেলার বাআচড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা মরদেহটি উদ্ধার করে।

পুলিশ জানায়, গোগা কালিনি মাঠে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

শার্শার বাগআচড়া পুলিশ ফাঁড়ির পুলিশের উপ পরিদর্শক (এসআই) আব্দুর রহিম জানান, উদ্ধারকৃত মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তবে সেটা গুলি না অন্য কিছু সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।