বুধবার (৩১ জুলাই) সকাল ৮টায় উপজেলার বাআচড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা মরদেহটি উদ্ধার করে।
পুলিশ জানায়, গোগা কালিনি মাঠে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী।
শার্শার বাগআচড়া পুলিশ ফাঁড়ির পুলিশের উপ পরিদর্শক (এসআই) আব্দুর রহিম জানান, উদ্ধারকৃত মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তবে সেটা গুলি না অন্য কিছু সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।
বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৯
আরএ