ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

‘টিকিট বিক্রিতে অনিয়মের অভিযোগ নেই’  

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৯
‘টিকিট বিক্রিতে অনিয়মের অভিযোগ নেই’   স্টেশন ম্যানেজার মোহাম্মদ আমিনুল হক। ছবি: ডিএইচ বাদল

ঢাকা: কমলাপুরে ট্রেনের টিকিট বিক্রিতে অনিয়মের কোনো অভিযোগ পাননি বলে জানিয়েছেন স্টেশন ম্যানেজার মোহাম্মদ আমিনুল হক।

তিনি বলেন, আমরা এখনও অনিয়মের কোনো অভিযোগ পাইনি। কেউ যদি অনিয়ম করলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার (৩১ জুলাই) বেলা পৌনে ১১টায় স্টেশনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।  

আমিনুল হক বলেন, বুধবার তিনটি বিশেষ ট্রেনসহ ঢাকার ৫টি স্থান থেকে ৩৭টি আন্তঃনগর ট্রেনের ২৭ হাজার ৮৮৫টি টিকিট বিক্রি করা হবে। এক্ষেত্রে কোনো অনিয়ম হলে রেলওয়ের নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যরা আছেন, তারা বিষয়টি দেখবেন।

আরএনবি সদস্যদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ রয়েছে, এমন প্রশ্নের জবাবে আমিনুল হক বলেন, এমন কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেয়ে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে সকাল ৯টার পর তৃতীয় দিনের মতো ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু করে রেলওয়ে কর্তৃপক্ষ।

জানা গেছে, কমলাপুর রেলস্টেশনের নয়টি কাউন্টার থেকে দু’টি স্পেশালসহ ১৬টি আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি করা হচ্ছে। এছাড়া সকাল ৬টা থেকে মোবাইল অ্যাপসের মাধ্যমে টিকিট বিক্রি শুরু হয়েছে। তবে সিলেট রুটের সব টিকিট এক ঘণ্টার মধ্যেই শেষ হয়ে গেছে।

রেলওয়ের তথ্যমতে, ৩১ জুলাই ৯ আগস্টের, ১ আগস্ট ১০ আগস্টের ও ২ আগস্ট ১১ আগস্টের অগ্রিম টিকিট দেওয়া হবে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকিট বিক্রি করা হবে। একজন ব্যক্তি সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন।

ঈদুল ফিতরের মতো এবারও ঢাকার পাঁচটি স্থান থেকে অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে। স্থানগুলো হচ্ছে- কমলাপুর স্টেশন, বিমানবন্দর স্টেশন, বনানী স্টেশন, তেজগাঁও স্টেশন এবং ফুলবাড়িয়া স্টেশন। আর কমলাপুর রেলস্টেশন থেকে রংপুর, রাজশাহী ও খুলনা অঞ্চলের টিকিট বিক্রি করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৯
টিএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।