বুধবার (৩১ জুলাই) কমলাপুর রেলস্টেশন থেকে তিনি টাঙ্গাইল যাবার জন্য ধূমকেতু এক্সপ্রেসের টিকিট কাটেন।
রাসেল তালুকদার বাংলানিউজকে জানান, টিকিটের জন্য প্রায় দেড়ঘণ্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেছেন।
প্রতিবন্ধী রাসেল চাকরি করেন আয়করে। তিনি কর অঞ্চল-১০ এ অফিস সহায়ক হিসেবে কর্মরত। তিনি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পাকুটিয়া গ্রামের দুলাল তালুকদারের ছেলে।
এর আগে সকাল ৯টার পর তৃতীয় দিনের মতো ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু করে রেলওয়ে কর্তৃপক্ষ।
জানা গেছে, কমলাপুর রেলস্টেশনের নয়টি কাউন্টার থেকে দু’টি স্পেশালসহ ১৬টি আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি করা হচ্ছে। এছাড়া সকাল ৬টা থেকে মোবাইল অ্যাপসের মাধ্যমে টিকিট বিক্রি শুরু হয়েছে। তবে সিলেট রুটের সব টিকিট এক ঘণ্টার মধ্যেই শেষ হয়ে গেছে।
রেলওয়ের তথ্যমতে, ৩১ জুলাই ৯ আগস্টের, ১ আগস্ট ১০ আগস্টের ও ২ আগস্ট ১১ আগস্টের অগ্রিম টিকিট দেওয়া হবে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকিট বিক্রি করা হবে। একজন ব্যক্তি সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন।
ঈদুল ফিতরের মতো এবারও ঢাকার পাঁচটি স্থান থেকে অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে। স্থানগুলো হচ্ছে- কমলাপুর স্টেশন, বিমানবন্দর স্টেশন, বনানী স্টেশন, তেজগাঁও স্টেশন এবং ফুলবাড়িয়া স্টেশন। আর কমলাপুর রেলস্টেশন থেকে রংপুর, রাজশাহী ও খুলনা অঞ্চলের টিকিট বিক্রি করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৯
টিএম/ওএইচ/