বুধবার (৩১ জুলাই) রাজধানীর জিগাতলায় আওয়ামী লীগের উদ্যোগে দেশজুড়ে তিনদিনের পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধনের পর ফগার মেশিন দিয়ে মশা নিধন করেন সাবেক কৃষিমন্ত্রী। প্রায় ১০ মিনিট ফগার মেশিন চালান মতিয়া।
রাজনৈতিক সাফল্য ও সংগ্রামে নেতৃত্বের পাশাপাশি জনগণের যেকোনো সমস্যা মোকাবেলায় মানুষের পাশে দাঁড়িয়েছে আওয়ামী লীগ। এই মুহূর্তে যখন ডেঙ্গুর মতো ভয়াবহ রোগ জীবাণু ছড়িয়ে পড়েছে এবং পরিবেশগত পরিচ্ছন্নতার ওপর নেতিবাচক প্রভাব পড়েছে। ডেঙ্গু প্রতিরোধ সরকারের চলমান উদ্যোগের পাশাপাশি আওয়ামী লীগ রাজনৈতিক ও সামাজিকভাবে ডেঙ্গুর চ্যালেঞ্জ মোকাবেলায় জনসচেতনতা বাড়াতে কাজ করছে দলটি।
পড়ুন>>আমরা ডেঙ্গুর বিরুদ্ধেও জয়ী হবো: কাদের
এরই অংশ হিসেবে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ হাতে ঝাড়ু তুলে নেন। এ সময় ধানমন্ডি লেকের পাশে কিছুক্ষণ পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ তিনি। আওয়ামী লীগের প্রথম সারির নেতারাও ফগার মেশিন ও ঝাড়ু তুলে নেন হাতে।
মশামুক্ত পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে ওয়ামী লীগের এই কার্যক্রমে অংশ নেন দলের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহমান, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, বিএম মোজাম্মেল হক, পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম, তথ্য ও গবেষণা সম্পাদক অাফজাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত নন্দী রায় প্রমুখ। এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দেশব্যাপী তিনদিনের পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন।
জনসচেতনতামূলক কর্মসূচিটি জিগাতলা থেকে শুরু হয়ে ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে শেষ হয়।
এ সময় আওয়ামী লীগের অন্যান্য কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৯
এমআইএস/এমএ