শনিবার (৩ আগস্ট) দুপুরে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শনকালে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।
জাহিদ মালেক বলেন, আমরা সবাই নিজের বাসা-বাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবো এবং সবার মধ্যে সচেতনতা গড়ে তুলবো।
ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, আমাদের পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা ও ওষুধ রয়েছে।
শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য আলাদা ফ্লোর প্রস্তুত করার বিষয়ে তিনি বলেন, এই হাসপাতালে ওপরের তিনটি ফ্লোর প্রস্তুত করা হচ্ছে। ইতোমধ্যে দু’টির কাজ শেষ হয়েছে। এখানে ডেঙ্গু রোগীদের রাখা হবে।
বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৯
এসএমএকে/এইচএ/
** ডেঙ্গুতে মৃত্যুর সঠিক হিসাব নেই মন্ত্রীর কাছে