ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

এডিস নিধনে সবাইকে ঝাঁপিয়ে পড়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৯
এডিস নিধনে সবাইকে ঝাঁপিয়ে পড়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

ঢাকা: ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশা নিধনে দেশবাসীকে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

শনিবার (৩ আগস্ট) দুপুরে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শনকালে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।

জাহিদ মালেক বলেন, আমরা সবাই নিজের বাসা-বাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবো এবং সবার মধ্যে সচেতনতা গড়ে তুলবো।

তাহলে এ থেকে মুক্তি পাওয়া যাবে।

ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, আমাদের পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা ও ওষুধ রয়েছে।

শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য আলাদা ফ্লোর প্রস্তুত করার বিষয়ে তিনি বলেন, এই হাসপাতালে ওপরের তিনটি ফ্লোর প্রস্তুত করা হচ্ছে। ইতোমধ্যে দু’টির কাজ শেষ হয়েছে। এখানে ডেঙ্গু রোগীদের রাখা হবে।

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৯
এসএমএকে/এইচএ/

** ডেঙ্গুতে মৃত্যুর সঠিক হিসাব নেই মন্ত্রীর কাছে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।